বাংলাদেশে নকিয়া ১৫০ নামে ডুয়াল সিমের নতুন একটি মোবাইল ফোন সেট বিপণনের ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল ওওয়াই (এইচএমডি)। নকিয়া ফোন বিপণনের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমডি নতুন এই হ্যান্ডসেটটি বাজারে ছাড়ার এই ঘোষণা দিল।
এইচএমডি হলো নকিয়া ফোন বাজারজাতকরণের স্টার্ট-আপ বা নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান। এটির সদর দপ্তর ফিনল্যান্ডে অবস্থিত।
এই প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য নতুন প্রজন্মের ফোন বাজারজাত করবে। এর মধ্যে বিদ্যমান ফিচার ফোন বিজনেস যেমন থাকবে তেমনি অত্যাধুনিক স্মার্টফোনের সম্ভারও থাকবে। নকিয়া ১৫০ হ্যান্ডসেটের বিপণন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে এইচএমডি বাজারে নকিয়া ফিচার ফোনের উপস্থিতি জোরদার করবে।
এর আগে নকিয়া ১০৫, নকিয়া ২১৬ ও নকিয়া ২৩০ এসব হ্যান্ডসেট সর্বাধিক বিক্রীত হওয়ার গৌরব অজর্ন করেছিল।
নতুন উদ্যোগে নকিয়া ব্র্যান্ডের প্রথম ফিচার ফোন সেট বাজারজাত করবে এইচএমডি। এই ফোনসেট দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি স্থায়িত্বের দিক থেকেও বেশ টেকসই হবে। এই সেটের আবরণে থাকবে পলিকার্বনেট শেল। এতে কোনো স্ক্র্যাচ বা দাগ পড়বে না।
সেটটিতে রয়েছে ডুয়াল সিম, এফএম রেডিও১ ও এমপি থি প্লেয়ার। নকিয়া ১৫০ সেটটির পর্দা ২.৪ ইঞ্চি এবং ডুয়াল সিমের এই সেটের কী-প্যাড খুব সহজেই ব্যবহার করা যাবে।
নকিয়া ১৫০ ফোনসেটটির ব্যাটারি বেশ দীর্ঘস্থায়ী। ফলে এতে ২২ ঘণ্টা পর্যন্ত টকটাইম পাওয়া যাবে আর স্ট্যান্ডবাই টাইম হবে ২৫ দিন। এটি চার্জ হবে মাইক্রো-ইউএসবি চার্জারে। এ ছাড়া ফোনসেটটিতে রয়েছে এলইডি টর্চলাইট।নকিয়া ১৫০ হ্যান্ডসেটটির সঙ্গেই ক্ল্যাসিক স্নেক জেনজিয়াসহ (classic Snake Xenzia) বিভিন্ন গেমস ডাউনলোড করা রয়েছে।
এছাড়া গেমলফট২-এর নিটরো রেসিং কিনে ডাউনলোড করা যাবে। এই সেটের ক্যামেরায় আছে এলইডি ফ্ল্যাশ৩। ফলে সেটটির ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন জীবনের যেকোনো আনন্দঘন মূহুর্তগুলোর দৃশ্যধারণ করে ব্লুটুথের মাধ্যমে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/ফারজানা