ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে একটি র্যালি কালেক্টর চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি করে ঠাকুরগাঁও অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশ সুপার ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ প্রমূখ।
পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। তিন দিনব্যাপী এ মেলায় সরকারী বেসরকারী সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৬৫ টি স্টল তাদের উদ্ভাবনী প্রদর্শন করে।