ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পরবর্তী লক্ষ্য শুক্রগ্রহে অভিযান। ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে।
শুধু শুক্রই নয়, মঙ্গলেও ফের মহাকাশযান পাঠাতে চায় ইসরো। গতকাল বুধবার মহাকাশে একযোগে ১০৪টি উপগ্রহের সফল উৎক্ষেপণের ২৪ ঘণ্টার মধ্যেই ফের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরো।
সৌরমণ্ডলের শুক্র এবং মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান।
শুক্র এবং মঙ্গলের কক্ষপথের পাশাপাশি পৃথিবী ও মঙ্গলের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জেও মহাকাশযান পাঠাবে। এই প্রকল্পের খরচ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা হয়েছে ইসরোর। এটি হবে ইসরোর দ্বিতীয় মঙ্গল কক্ষপথ অভিযান।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা