১৩ বছর পর ভারতের যাবতীয় শক্তির জোগান দেবে চাঁদ। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সম্প্রতি এমন দাবি করেছে। সংস্থাটির দাবি, গবেষণার কাজ ঠিকঠাক এগোলে ২০৩০ সালের মধ্যেই শক্তির বিকল্প উৎস হয়ে উঠতে পারে চাঁদ। খবর আনন্দবাজারের।
গত শনিবার অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে ইসরোর গবেষক শিবথানু পিল্লাই এ কথা জানিয়েছেন।
শিবথানু জানান, চাঁদে প্রচুর পরিমাণ হিলিয়াম-৩ রয়েছে। যা পৃথিবীতে থাকা হিলিয়াম-৩-এর থেকে কয়েক হাজার গুণ বেশি। শক্তির উৎস হিসাবে সেই হিলিয়াম-৩ যদি কাজে লাগানো যায়, তা হলে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তাতে পুরো পৃথিবীর চাহিদার জোগান দেয়া যাবে।
চাঁদ থেকে শক্তির উৎস খোঁজার এই গবেষণা শুধু ইসরো-ই করছে না। বিশ্বের আরও কয়েকটি দেশ এ ধরনের গবেষণা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা-০৫