ফেইসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ‘স্ট্যাটাস’ নামের নতুন ফিচারও চালু করেছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীদের বিনিময় করা ছবি ও ভিডিও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে হোয়াটসঅ্যাপ।
জানা গেছে, ছবি ও ভিডিও মুছে ফেলার পাশাপাশি নির্দিষ্ট সময় পর জিইএফ ইমেজও মুছে ফেলবে ফিচারটি। আর এ সব কিছুই হবে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ পদ্ধতিতে। ফলে ব্যবহারকারীদের পাঠানো ছবি বা ভিডিওর নিরাপত্তা নিশ্চিত হবে।
উল্লেখ্য স্ন্যাপচ্যাট নামক একটি অ্যাপে বিনিময় করা ছবি কয়েক সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে ব্যবহারকারীরা একে অপরের কাছে বিভিন্ন গোপনীয় ছবিও নিশ্চিন্তে পাঠাতে পারেন। বিষয়টি মাথায় রেখে স্ন্যাপচ্যাটের আদলে নতুন এ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
সূত্র : ইন্টারনেট
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫