মার্কিন মেইল সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু হ্যাকিংয়ের সঙ্গে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জড়িত নয় বলে দাবি করেছে ক্রেমলিন। ২০১৪ সালে ইয়াহুর তথ্য হ্যাকিংয়ের ঘটনায় প্রায় ৫০ কোটি ব্যবহারকারী ক্ষতিগ্রস্থ হন।
রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বার বার বলে আসছি, এফএসবিসহ কোনো রাশিয়ান সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ আনার প্রশ্নই উঠে না।
দিমিত্রি ডোকুচায়েভ আর ইগোর সুশচিনভ নামের দুই রাশিয়ান কর্মকর্তা হ্যাকারদের সঙ্গে যুক্ত হয়ে কম্পিউটার হ্যাকিং ও আর্থিক বিষয়ে গুপ্তচরবৃত্তি করছে- গত বুধবার এমন অভিযোগ তোলে মার্কিন বিচার বিভাগ।
রুশ মুখপাত্র পেসকভ বলেছেন, রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়ে কোনো প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্মকর্তারা নন, অভিযোগগুলো আসছে মার্কিন সংবাদমাধ্যম থেকে। অথচ আমরা বারবারই বলেছি আমেরিকার সাইবার নিরাপত্তার ব্যাপারে রাশিয়া সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।
বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৭/ফারজানা