ভারতে অফলাইন খুচরা বিক্রির দোকান খুলতে পারে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এছাড়া, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক পণ্যের দোকান খোলারও পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন যুক্তরাষ্ট্রের বাহিরে অফলাইন দোকান হিসেবে ভারতকে বেছে নিয়েছে এবং এজন্য ‘এভারেস্ট’ কোডনেমের একটি প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতের বেঙ্গালুরুতে এই দোকান হবে।
এছাড়া অ্যামাজন সম্প্রতি পত্রিকায় দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, শক্তিশালী খাদ্য সাপ্লাই চেইনে বিদেশি বিনিয়োগে উৎসাহিত করার জন্য ভারতীয় সরকারের প্রচেষ্টায় উত্তেজিত অ্যামাজন।
এছাড়াও অ্যামাজন ভারতে বিনিয়োগের জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ইতোমধ্যে নিউ ইয়র্কে একটি বইয়ের দোকান এবং সিয়াটলে ‘অ্যামাজন গো’ নামের স্বয়ংক্রিয় দোকান রয়েছে।