গোটা দুনিয়ায় মেসেজিং অ্যাপ হিসেবে সবচেয়ে এগিয়ে হোয়াটসঅ্যাপ৷ ছবি, অডিওক্লিপ, জিপিএস লোকেশনের পাশাপাশি এবার পাঠানো যাবে টাকাও৷ হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন একটি ফিচার 'ইউপিআই'। যার পুরো নাম অর্থাৎ ইউনিক পেমেন্ট ইন্টারফেস৷
এই ফিচারের সাহায্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রান্সফার করা যাবে টাকা৷ তবে তার জন্য যে ইমেইল আইডি দিয়ে নির্দিষ্ট কোনও ব্যাংকে ই–ব্যাংকিং সেবা নথিভুক্ত করা আছে, সেই ইমেইল আইডিকেই হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে ‘লিংক’ করিয়ে রাখতে হবে।
পাশাপাশি ব্যাংকেও ইমেইলের মাধ্যমে জানাতে হবে হোয়্যাটসঅ্যাপে টাকা লেনদেন প্রক্রিয়া শুরু করার কথা। এদিকে অনেকেই মনে করছেন, টাকা লেনদেনের সেবা যদি হোয়্যাটসঅ্যাপ শুরু করে, তাহলে পেটিএমের মতো সংস্থাগুলি ব্যবসায়িক দৌড়ে পিছিয়ে পড়বে।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩