চীনে একটি স্মার্টফোন গেম ভাইরাল হয়ে গেছে। টেনসেন্ট নামক গেমটি খেলতে নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করে স্মার্টফোনের স্ত্রিনে টোকা মারলেই বাজবে হাততালি। গত তিন দিনে গেমটি খেলা হয়েছে ১২০ কোটি বার। মূলত স্মার্টফোন ব্যবহারকারীরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর উদ্দেশ্যে হাততালি দিতে পারে সে লক্ষ্যেই অ্যাপটি তৈরি করা হয়েছে।
এই সপ্তাহে চীনা কম্যুনিস্ট পার্টির পঞ্চবার্ষিক অধিবেশন উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে এই অ্যাপ। পাঁচদিনের এই রুদ্ধদ্বার সম্মেলন শেষ হবে মঙ্গলবার।এই অধিবেশন থেকে আগামী পাঁচ বছর চীনের ক্ষমতায় নেতৃত্ব দেবেন কে দেবেন-সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
অধিবেশনে সাড়ে তিন ঘণ্টা ধরে বক্তব্য দিয়েছেন শি জিনপিং। গেমে অংশগ্রহণকারীদের তার ওই ভাষণের অংশবিশেষ দেখানো হয়েছে। এরপরেই তাদের উৎসাহ দেওয়া হয়েছে ওই বক্তব্য শুনে তারা কত দ্রুত ফোনের স্ক্রিনে করতালি দিতে পারে। অ্যাপটি ব্যবহার করে ফোনের স্ক্রিনে ১৯ সেকেণ্ডের মধ্যে প্রেসিডেন্টের উদ্দেশ্যে যতবার খুশি করতালি দেওয়া যাবে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৭/ফারজানা