পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে৷ তাই মানুষের বসবাসের জন্য বিকল্প একটি গ্রহের সন্ধানে ছিলেন বিজ্ঞানীরা৷ সেই গবেষণার মাঝেই উঠে এল এমনই একটি অদ্ভুত বিষয়৷ চাঁদের মাটিতে দেখা গেছে বেশ কিছু গর্ত৷ আমেরিকা এবং জাপানের বিজ্ঞানীরা এখন তাই নিয়েই গবেষণা শুরু করেছেন৷ আদৌ এই জায়গাটি বসবাসের যোগ্য কিনা এই সকল বিষয় নিয়েই চলছে চুলচেরা গবেষণা৷
চাঁদের মাটিতে প্রাণের সন্ধান নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে নানা গবেষণার কথা অনেক আগে থেকেই শোনা গেছে৷ কেউ কেউ আমলই দেননি বিষয়টির৷ আবার কেউ কেউ আবার শুরু করেছেন চর্চা৷ তবে সম্প্রতি বিজ্ঞানীদের চোখে ধরা দিল একটি অবিশ্বাস্য বিষয়৷ চাঁদের মাটিতে গরম লাভা প্রবাহের জন্য চাঁদের মাটির বেশ কয়েকটি জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে৷ যার ফলে চাঁদের মাটিতে সৃষ্টি হয়েছে বেশ কিছুর গুহার৷
আমেরিকা এবং জাপানের বিজ্ঞানীরা ছাড়াও নাসার বিজ্ঞানীরাও এই বিষয়টি গবেষণা করে দেখছেন৷ জাপানীজ স্পেস এজেন্সী এবং নাসা যৌথভাবে কাজটি করছেন৷ তারা জানাচ্ছেন, মারিআস পাহাড়ের কাছাকাছি এরকম বেশ কিছু গর্ত দেখা গেছে৷ বড়সড় টিউবের আকারে থাকা এই গর্তগুলি মাটির গভীরে যাওয়ার একটি রাস্তা তৈরি করেছে৷
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে যদি চাঁদ মানুষের বসবাসের যোগ্য হয়৷ তাহলে এই সমস্ত আন্ডারগ্রাউন্ড গর্তগুলি মানুষকে অতিবেগুনী রশ্মি এবং কসমিক রে থেকে রক্ষা করবে৷ যার ফলে চাঁদের মাটির তলায় এবার বাস করবে মানুষ৷ সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণা কিন্তু সেই কথাই বলছে৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর