বিজ্ঞানীদের হাত ধরে আবারও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল৷ পৃথিবী যে ক্রমশই তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, সে বিষয়ে নতুন করে যুক্তি চুলে ধরে সতর্ক করে দিল বিজ্ঞানীরা৷
ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস'র এক নতুন গবেষণায় এমনই তথ্য নাকি উঠে এসেছে৷ সেখানে বলা হচ্ছে, বিশ্বে ক্রমশই পাখি থেকে জিরাফ, বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা কমছে দিন দিন৷ এই ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্বের মহামারী হিসেবেই দেখছেন৷ আর এই মহামারীই পৃথিবীকে ঠেলে দিতে চলেছে ধ্বংসের পথে৷
বৈজ্ঞানিকদের মতে, ১০০বছরের মধ্যে ২০০ এর বেশি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে৷ বন্যপ্রাণীদের বাসস্থান কমে আসায় তাদের সংখ্যার ওপরেও প্রভাব পড়েছে৷ তবে এখানে শুধুমাত্র আশঙ্কার কথা উঠে আসছে বলে জানালেন তারা। যদিও এখনই কিছু বলতে রাজি নন তারা৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর