জাতিসংঘ ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (ইউএনএসকাপ) এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের (এপিআইএস) নবগঠিত স্টিয়ারিং কমিটির সভাপতি হিসেবে আইসিটি অধিফতরের মহাপরিচালক বনমালী ভৌমিককে মনোনীত করা হয়েছে।
স্থানীয় একটি হোটেলে বুধবার এপিআইএস স্টিয়ারিং কমিটির প্রথম অধিবেশনে আগামী এক বছরের জন্য এ কমিটির সভাপতি হিসেবে বনমালী ভৌমিকের নাম ঘোষণা করেন ইউএসএসকাপের আইসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের প্রধান এটসুকো ওকুডা।
বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ১০০ জন প্রতিনিধি এ অধিবেশনে যোগ দেন। দুই দিনব্যাপী এ অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে।
এর আগে, বিদেশি ডেলিগেটদের সম্মানে আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইউএন এসকাপের এপিআইএস স্টিয়ারিং কমিটির সভাপতি হিসেবে আইসিটি অদিফতরের মহাপরিচালককে মনোনীত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
এক প্রতিক্রিয়ায় বনমালী ভৌমিক বলেন, এ মনোনয়ন দেশের জন্য অত্যন্ত মর্যাদাকর। এর মধ্য দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশসমূহের ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে বাংলাদেশের কার্যকর ভূমিকা ও নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
এর আগে, গত ২৯-৩০ আগস্ট চীনের গুয়াংঝুতে এপিআইএস এর ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় সভায় বাংলাদেশকে এক বছরের জন্য সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছিল।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম