গাড়ি চালানোর সময় গান শুনতে অনেকেই পছন্দ করেন। কেউ আবার রেডিও শুনতে ভালোবাসেন। কিন্তু চলতি পথে গাড়ির চাকা থেকে হাত সরিয়ে গান বাজানো বা রেডিও চালু বিপজ্জনক। সেই কথা মাথায় রেখে আমাজনের সঙ্গে জোট বাঁধল টয়োটা। আমাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সাকে 'পছন্দের গানগুলো বাজিয়ে দাও- গাড়ির চাকা থেকে হাত সরাতে পারছি না' বললেই চালু হবে গান।
সম্প্রতি টয়োটা আমাজনের সঙ্গে জোট বেঁধেছে যাতে নির্দিষ্ট টয়োটা ও লেক্সাসের গাড়িতে এই বছরই আধুনিক ভয়েস অ্যাসিসটেন্ট সংযুক্ত করা যায়।
টয়োটার এনটিউন ৩.০ অ্যাপ সুইট এবং লেক্সাসের এনফর্ম অ্যাপ সুইট ২.০ তে এ ভয়েস অ্যাসিসটেন্টের সুবিধা পাওয়া যাবে। তবে আগামী বছর অন্যান্য মডেলের গাড়িতেও এ সুবিধা সংযুক্ত করা হবে।
অ্যামাজন অ্যালেক্সা অটোমোটিভের হেড অব প্রোডাক্ট জন স্কামনিওটেলস একটি বিবৃতিতে বলেন, আমাদের লক্ষ্য হলো বাড়ি, অফিসে, মোবাইলে এমনকি গাড়িতে- যেখানেই ক্রেতার প্রয়োজন সেখানে এই সেবা পৌঁছে দেয়া। ক্রেতা যেখানেই থাকুক যাতে অ্যালেক্সার সুবিধা পেতে পারে এ জন্য এ জোট বাঁধা হয়েছে।
অ্যালেক্সার সঙ্গে জোট বাঁধা ছাড়াও সর্বাধুনিক গাড়ির ধারনা নিয়ে এসেছে টয়োটা। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভূমিকা থাকবে বেশি। এসব গাড়ির মধ্যে স্বয়ক্রিয় পিজ্জা গাড়িও আছে। সূত্র : দ্য নেক্সট ওয়েব
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা