গতকাল রবিবার ছিল ফেসবুকের ১৪ তম জন্মদিন৷ ২০০৪সালের ৪ফেব্রুয়ারি ফেসবুক তার সফর শুরু করেছিল৷ সেই সফরে ফেসবুকের বন্ধুর সংখ্যা আজ অগণিত৷ তাই আজ এই প্রতিবেদনে ফেসবুক এবং তার প্রতিষ্ঠাতার বিষয়ে অজানা কিছু তথ্য তুলে ধরা হলো-
১) এক সাক্ষাৎকারে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি একবার অনলাইন টেস্ট করার সময় জানতে পেরেছিলেন যে তিনি বর্ণান্ধ৷ লাল-সবুজ রংয়ে বর্ণান্ধতা রয়েছে তার৷ তাই ফেসবুককে তার ইচ্ছানুসারে নীল বর্ণই দেওয়া হয়৷
২) জাকারবার্গ পশুপ্রেমী৷ কুকুর তার খুবই পছন্দের৷ তার একটি পোষ্য কুকুর রয়েছে যার নাম বিস্ট৷ এবং ফেসবুকে তার ভক্তের সংখ্যা ২মিলিয়ন৷
৩) রোম্যান্সের ক্ষেত্রেও জাকারবার্গ অনেকের থেকেই এগিয়ে৷ গার্লফ্রেন্ড প্রিসিলা চ্যানের পরিবারের সঙ্গে কথা বলতে একসময় তিনি চীনা ভাষা শিখেছিলেন৷ প্রিসিলা বর্তমানে তার স্ত্রী৷
৪) বেশ কিছুদিন আগে পর্যন্তও মার্ক জাকারবার্গকে ব্লক করা যেত না৷ কিন্তু এখন তা সম্ভব বলে জানা গেছে৷
৫) জাকারবার্গের ফলোয়ারের সংখ্যা সাড়ে চার লক্ষ হলেও তিনি আজ পর্যন্ত মাত্র ১৯টি ট্যুইটটি নাকি করেছেন৷ তিনি বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুককেই যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেন৷
৬) গ্রে কালারের টি শার্টে মার্ক জুকারবার্গকে দেখা যায়৷ এ নিয়ে অনেকের মনে কৌতূহলও রয়েছে৷ এর কারণ হল, তিনি এতোটাই ব্যস্ত থাকেন যে একই ধরনের বা কালারের টি শার্ট পরেন৷ তার মতে এতে পোশাক সম্পর্কে ভাবনা-চিন্তা বেশি করতে হয় না৷ এবং তার অনেক সময়ও বেঁচে যায়৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর