ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার ও অক্সফোর্ডশায়ারের আকাশে রহস্যময় নীল আলো দেখা গেছে বলে দাবি করেছেন ওই এলাকার বাসিন্দারা। তাদের মতে, এমন আশ্চর্য আলো তারা এর আগে কখনও দেখেননি।
এ ব্যাপারে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত ১১টা নাগাদ ওই আলো আকাশের গায়ে ফুটে উঠেছিল। অতিকায় ওই আলো একজোড়া চোখের মতো আকাশে জেগে উঠেছিল। তার পর আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে আচমকাই অদৃশ্য হয়ে যায়।
স্বাভাবিক ভাবেই, ঘটনার মোড় আবারও ভিনগ্রহের প্রাণীদের দিকে। পাশাপাশি উঠে আসছে নিবিড়ু নামের সেই গ্রহের কথা।
মায়ান ক্যালেন্ডারে পৃথিবী ধ্বংসের কারণ হিসেবে সে গ্রহের কথা বলা হয়েছিল। ক্যালেন্ডার বর্ণিত ২০১২ সালের সেই মহাপ্রলয় বাস্তবে না ঘটলেও, নিবিড়ুর কথা এখনও শোনা যায় মাঝে মাঝেই। নিবিড়ুবাদীরা মনে করছেন, এই আলো সেই গ্রহেরই।
এদিকে ওই আলোর আসল উৎস নিয়ে এরই মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ওটা রহস্যময় নিবিড়ু গ্রহ নাকি ভিনগ্রহের প্রাণীদের মহাকাশযান তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ