নতুন উদ্ভাবনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে মার্কিনি সংস্থা অ্যাপল'র নাম৷ আবারও, সেই রকম একটি উদ্ভাবনকে নিয়ে হাজির হতে চলেছে সংস্থাটি৷ কী সেই উদ্ভাবন? সকল কৌতুহল মিটিয়ে সামনে এল বিষয়টি৷ বাজারে আসছে 'Apple car'৷ এমনটাই দাবি পর্যবেক্ষকদের৷ তবে, তার জন্য করতে হবে সাময়িক অপেক্ষা৷
সূত্রের খবর, ২০২৩-২০২৫ সালের মধ্যেই মার্কেটে আসছে এই 'Apple ca'৷ তথ্য জানাচ্ছে, অ্যাপল বাণিজ্যিক প্রডাক্টগুলির থেকে আয় করেছে প্রায় ২ ট্রিলিয়ন ডলার৷ সম্প্রতি, সংস্থার এক বিশ্লেষক বিনিয়োগকারীদের কাছে একটি তালিকা পাঠান৷ যেখানে তিনি ভবিষ্যতে অ্যাপল আর কী কী প্রডাক্ট নিয়ে আসতে চলেছে, সেই সর্ম্পকিত বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন৷
সেই রিপোর্টের তথ্য অনুসারে, ২০২৩-২০২৫ সালের মধ্যে অ্যাপল আনতে চলেছে 'Apple car'৷ যেটা ভবিষ্যতে আসতে চলেছে ‘পরবর্তী স্টার প্রডাক্টের অধীনে’৷ আই ফোন ২০০৭ সালে এনেছিল বিপ্লব৷ আবারও সেই ছবিই দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷
যদিও সংস্থাটি স্পষ্টভাবে জানায়নি বিষয়টি৷ 'Apple caর' ছাড়া আর কোন প্রডাক্ট আসছে বাজারে, সে বিষয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা৷ তাছাড়া, জানা যায়নি 'Apple car' লঞ্চের কোন সঠিক তারিখও৷
তবে,অ্যাপল প্রডাক্ট ব্যবহারকারীদের জন্য এটি অবশ্যই একটি খুশির খবর৷ বাজারে আসার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলেছিল আই ফোন৷ এবার দেখার বিষয়, মার্কেটে আসার পর বাণিজ্যিকভাবে কতটা হয় এই 'Apple car'৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর