চীনে আইফোন বিক্রিতে অ্যাপেলের উপর দেশটির আদালত নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানিয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। প্রতিষ্ঠানটি জানায়, চীনের একটি আদালতে দুটি প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছে।
অ্যাপলের ফোন আমদানি ও বিক্রি বন্ধ করতে আদালতে এ রকম নির্দেশনার প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছে কোয়ালকম। প্রতিষ্ঠানটি আরও জানায়, অ্যাপল অব্যাহতভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে উপকৃত হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে অ্যাপলের মুখপাত্র সিএনবিসির প্রতিবেদনে বলেছেন, 'চীনে গ্রাহকদের জন্য আইফোনের সকল মডেল পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম