আকাশ জুড়ে ছুটে বেড়াচ্ছে আগুনের গোলা। সমাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এর ভিডিও। কী ওই আগুনের গোলার রহস্য? আপাতত সেই নিয়েই চলছে আলোচনা-জল্পনা-কল্পনা।
এ ব্যাপারে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিউজিল্যান্ডের আকাশে দেখা গেছে ওই দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনের গোলাটি ছুটতে ছুটতে দু’ভাগে ভেঙে যাচ্ছে।
ওই আগুনের গোলার উৎস কী? আপাতভাবে উঠে এসেছে দু’টি তত্ত্ব। রাশিয়া সেনাবাহিনী জানিয়েছিল, ভূমণ্ডলে ঢুকতে চলেছে একটি উপগ্রহ। নিউজিল্যান্ডের ওটাগো মিউজিয়ামের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আগুনের গোলাটিই সেই উপগ্রহ।
তবে অকল্যান্ডের জ্যোতির্বিজ্ঞান সোসাইটি অবশ্য এমন ধারণার সঙ্গে একমত নয়। ওই সোসাইটির সভাপতি বিল থমাস জানিয়েছেন, ওটা উপগ্রহ নয়। সম্ভবত ওটা একটা ধূমকেতু।
সাধারণত, এই ধরনের ভিডিও দেখা গেলেই অনেকে ভিনগ্রহের যান বলে দাবি করেন। এবার এখনও পর্যন্ত তেমন দাবি অবশ্য কিছু শোনা যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ