আন্তর্জাতিক স্পেশ স্টেশন থেকে আসাধারণ পৃথিবীটাকে দেখার সৌভাগ্য সকলের হয় না। তার মধ্যে আবার মহাকাশ থেকে তার কিছু অসাধারণ ছবি ক্যামের বন্দি করা আরও বড় ভাগ্যের বিষয়।
গত সপ্তাহে আন্তর্জাতিক স্পেশ স্টেশন থেকে 'আইএসএস' ক্যামেরা বন্দি করেছে এক অসাধারণ ছবি। ৫৯ নম্বর ক্র'র এক অভিযাত্রী গত শনিবার মহাকাশ থেকে ক্যামেরা বন্দি করেন রাইকোকে আগ্নেয়গিরির বিস্ফোরণ।
গত ২২ জুন রাশিয়ার কুরিল দ্বীপের এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটে। যার ধোঁয়া ও ধুলোর উচ্চতা আকাশ ভেদ করে পৌঁছায় ২ হাজার ২৯৬ ফুট উঁচুতে। ১৯২৪ সালের পর ফের এই আগ্নেয় পর্বতে হল বিস্ফোরণ। আর সেই ছবি নিজের ক্যামেরা বন্দি করেন মহাকাশ অভিযাত্রী। পৃথিবী থেকে ৪০৮ কিমি দূর থেকে এই ছবি বর্তমানে ভাইরাল।
এই ছবি বহু স্যাটেলাইটের ক্যামেরায় বন্দি হয়। ধোঁয়া ও ধুলার বিশাল ছাতার মত মেঘ পুঞ্জ দখল করে নেয় উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশাল অংশ।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ