ইতিহাস গড়লেন করলেন নাসার দুই নারী নভোচারী ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মেইর। তারাই বিশ্বে প্রথম দুজন নারী যারা একসাথে মহাকাশে হেঁটেছেন।
নাসা জানিয়েছে, মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এর আগে মহাকাশে হাঁটলেও জেসিকা মেইরের জন্য এই ধরনের মিশন প্রথম। জেসিকা মেইর হলেন ১৫ তম নারী যিনি মহাকাশে হাঁটলেন।
জানা গেছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) এর বাইরে ওই দুজন ৭ ঘন্টা সময় কাটিয়েছেন। একটি পাওয়ার কন্ট্রোল ইউনিট প্রতিস্থাপনে তারা সেখানে অবস্থান করেছেন।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ