সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য আগামী তিন মাসের মধ্যে নতুন আইন কার্যকর করার কথা ভাবছে ভারত। মূলত অপপ্রচার, ভুয়া সংবাদ প্রচার, মানহানিকর লেখা এবং রাষ্ট্রবিরোধী প্রচারণা নিয়ন্ত্রণের জন্য এমন পদক্ষেপ নিচ্ছে ভারত। খবর ইকোনমিক্স টাইমস'র।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে পেশ করা এ সংক্রান্ত এফিডেভিটে বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সামাজিক উন্নয়নে প্রযুক্তি ভূমিকা রাখলেও ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার, ভুয়া সংবাদ প্রচার, সরকারি আদেশ, জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড, মানহানিকর লেখা এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
খবরে বলা হয়, মাদ্রাজ, মুম্বাই ও মধ্যপ্রদেশের হাইকোর্টে বিচারাধীন এ সংক্রান্ত সব মামলা উচ্চ আদালতে স্থানান্তর করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে করা মামলাগুলো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুনানি করা হবে।
সরকারি আইনজীবী তুষার মেহতা বলেছেন, আইনটি চূড়ান্ত করার উদ্যোগ নেয়া হয়েছে, এতে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে না। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য এই ধরনের আইন প্রয়োজন।
বিডি প্রতিদিন/হিমেল