আলফাবেটের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ল্যারি পেইজ ও সার্জেই ব্রিন। গুগলকে করপোরেট খাতের আঙ্গিকে নতুন করে নির্মাণের জন্য ২০১৫ সালে ওই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়েছিল।
সার্চ ইঞ্জিন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এখন থেকে আলফাবেটের প্রধান নির্বাহী পদেও দায়িত্ব পালন করবেন। বিবিসি আজ বুধবার এ খবর প্রকাশ করেছে।
নতুন উদ্যোগে সময় দেয়ার জন্য ল্যারি পেইজ ও সার্জেই ব্রিন সরে দাঁড়িয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে তারা প্রতিষ্ঠানটির বোর্ড মেম্বার হিসেবে থাকবেন।
বিডি প্রতিদিন/ফারজানা