গ্যালাক্সিতে এলিয়েন থাকার সম্ভাবনার কথা নতুন কিছু নয়। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। পৃথিবীর গ্যালাক্সিতে ৩০টির বেশি ‘সক্রিয় এলিয়েন সভ্যতা’ থাকতে পারে বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অব নটিংহামের গবেষকেরা।
পৃথিবীর মতো বাসযোগ্য আর কোনো গ্রহ আছে কি না এমন একটি গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা এলিয়েনের অস্তিত্ব টের পান বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মিল্কিওয়ে গ্যালাক্সিতে কয়েক ডজন এলিয়েন সভ্যতা রয়েছে।
বিবৃতিতে নটিংহামের অধ্যাপক ক্রিস্টোফার কনসেলিস বলেছেন, ‘আমাদের গবেষণার তথ্য উপাত্ত অনুযায়ী গ্যালাক্সিতে কয়েক ডজন সক্রিয় সভ্যতা থাকার কথা। পৃথিবীর মতো বুদ্ধিবৃত্তিক জীবন-যাপনে তাদের ৫ বিলিয়ন বছর সময় লাগবে।’
এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের নিয়ে আলোচনা নতুন কিছু নয়। ২০১৫ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা দাবি করে, ২০২৫ সালের মধ্যেই এলিয়েন খুঁজে পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ