ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক প্রধান আঁখি দাস নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল সোমবার দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে লিখিত অভিযোগ করেন আঁখি দাস। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
লিখিত অভিযোগে তিনি বলেন, ‘আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে। অপরিচিত লোকদের কাছ থেকে এমন কিছু বিষয়ে হুমকি পাচ্ছি যার সঙ্গে আমি যুক্ত নই।’
অভিযোগ পত্রে তিনি কয়েকটি টুইটার একাউন্টের স্ক্রিন শর্ট যুক্ত করেন যেখানে দেখা যায় তার ছবি দিয়ে বিভিন্ন ধরণের হুমকি দেয়া হচ্ছে। এরই মধ্যে পুলিশ তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা অতুল ঠাকুর। তবে লিখিত অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক