তরুণ স্মার্টফোনপ্রেমীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এবং প্রযুক্তির মাধ্যমে তাদের সৃজনশীলতা বাড়াতে অধিক মনোযোগী টেক-ট্রেন্ডি ব্র্যান্ড রিয়েলমি। রিয়েলমির ট্রেন্ডি ডিজাইনের স্মার্টফোনগুলো প্রতিদিনের পথচলার ব্যবহারকারীদের ফ্যাশনের অংশে পরিণত হয়েছে। দুর্দান্ত ফিচার ও চোখ ধাঁধানো ডিজাইনে রিয়েলমি সম্প্রতি তাদের এন্ট্রি-লেভেল ফোন রিয়েলমি সি ইলেভেন বাজারে এনেছে।
রিয়েলমির প্রোজেক্ট ম্যানেজার নাবিল ইকবাল জানিয়েছেন, বিখ্যাত ডাচ চিত্রকর ও তাত্ত্বিক পিয়ে মন্ড্রিয়ানের আধুনিক বিমূর্ত শিল্প থেকে উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি সি ইলেভেন নকশা করা হয়েছে। সাড়ে ৪শ'রও অধিক আরামদায়ক, মাত্র ০.১ মিমি দূরত্বে সারিবদ্ধভাবে সমান্তরাল বিন্যাসের কারণে ডিভাইসটি বেশ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। আধুনিক শিল্পকর্মের মতোই ফোনের পেছনের পলিকার্বোনেট ব্যাক প্যানেলটি দেয় গ্লসি ও গ্রেডিয়েন্ট লুক।
তিনি জানান, রিয়েলমি সি ইলেভেনের জ্যামিতিক প্যাটার্ন ডিভাইসটির পেছনের অংশকে করেছে শক্তিশালী, দীর্ঘস্থায়ী ও উজ্জ্বল। ডিভাইসটির পেছনের প্যানেলে থাকা অসাধারণ টেক্সচারে ফিঙ্গারপ্রিন্ট ও তেলের দাগ আকর্ষণ করে না। ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং স্মার্টফোনটি ৯.১ মিমি। ডিভাইসটি একজন ব্যবহারকারীর জন্য অসাধারণ। রিয়েলমি সি ইলেভেন দুটি চমৎকার রঙে বাজারে পাওয়া যাচ্ছে। রঙ দুটি হলো- মিন্ট গ্রিন ও পেপার গ্রে।
ট্রেন্ডি ডিজাইনের পাশাপাশি রিয়েলমি সি ইলেভেন ডিভাইসে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ডিভাইসটির এআই ডুয়াল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স নিয়ে গঠিত। ডিভাইসটির ক্যামেরায় নাইটস্কেপ মোড, এআই বিউটি, এইচডিআর, টাইম ল্যাপস, পোর্ট্রেট মোড ও ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। ডিভাইসটির ওয়াটারড্রপ নচে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এভং ডিভাইসটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ (১২ ন্যানোমিটার) চিপসেট, ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ২.৩ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডে ডিভাইসটি চালানো যাবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ