মাত্র ২৬ হাজার ৮০০ টাকায় ল্যাপটপ বিক্রির ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে লেনেভো র্ব্যান্ডের ইন্টেল ডুয়াল কোর, ৪ জিবি র্যাম, ১ টিবি হার্ডডিস্কের ল্যাপটপ। আর ৩৬ হাজার টাকায় পাওয়া যাবে ইন্টেল ৭ম জেনারেশনের কোরআই-৩ ল্যাপটপ। দুটি মডেলেই এইচডি ওয়েবক্যাম ও দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের সুবিধা রয়েছে। এছাড়াও ৯৯৯৯ টাকায় পাওয়া যাবে ইন্টেল কোর-২ ডুয়ো প্রসেসরের ডেস্কটপ পিসি। এই পিসিতে ২.২০ গিগাহার্জের কোর-২ ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়াইফাই অ্যাডাপটার ও ১৭ ইঞ্চির একটি এলইডি মনিটর থাকবে।
এর বাইরে ১৯ হাজার ৫০০ টাকায় কোরআই-৩ ও ২৭ হাজার ৫০০ টাকায় কোরআই-৫ ডেস্কটপ পিসি পাওয়া যাবে।
এ ব্যাপারে সিস্টেম আই টেকনোলজিসের হেড অব অপারেশন মাসুম বিল্লাহ বলেন, আমরা প্রায় ৮ বছর ধরে বাজেট ল্যাপটপ ও ডেস্কটপ পিসি সরবরাহ করে আসছি। পণ্যের বিক্রয়োত্তর সেবা ও সঠিক মূল্যের ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব দেই। প্রত্যেক পণ্যের ওয়ারেন্টি থাকবে ১-৩ বছর। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত