যান্ত্রিক ত্রুটি পাওয়ায় যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ। শনিবার ব্লুম বার্গের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনস্ট্রেশন (এনএইচটিএসএ) গাড়ির ত্রুটি সম্পর্কে জানিয়েছে, জরুরি যোগাযোগ বিষয়ক মডিউল সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে এই সমস্যা সমাধান করা সহজ হবে কিন্তু কিছু ক্ষেত্রে সরাসরি গাড়ির ত্রুটি সারাতে হবে।
২০১৬ সালের পর থেকে মার্সিডিজ গাড়িতে এই সমস্যা দেখা যায়। এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি গাড়িতে এই সমস্যা দেখা দিয়েছে। আর সে কারণে এই সমস্যা সমাধান করতে এসকল গাড়ি তুলে নিচ্ছে কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ