তৃতীয়বারের মতো যৌথভাবে মহাকাশ মিশন নিয়ে কাজ করছে ভারত ও ফ্রান্স।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান কে সিভান এ তথ্য জানিয়েছেন।
ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (ডিএসটি) সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মহাকাশে ভারতের সম্ভাবনা, ভূ-স্থান সংক্রান্ত তথ্য এবং ম্যাপ নিয়ে আলোচনা করেছেন তিনি।
ভারতের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন গত শুক্রবার অনলাইনে ওই আয়োজনটি করে।
ইসরো প্রধান বলেন, মহাকাশ নিয়ে সরকারের দেওয়া সুযোগ লুফে নিতে চায় ফ্রান্সের বেশ কিছু কোম্পানি। ইসরোর কর্মকর্তারা বলছেন, ইসরো এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা এর আগে দুটি যৌথ মিশনের কাজ করে। তার একটি চালু হয় ২০১১ সালে এবং অন্যটি ২০১৩ সালে।
তিনি আরও বলেন, মহাকাশে ভারতের বৃহত্তম অংশীদার ফ্রান্স। এবার আমরা তৃতীয় মিশন নিয়ে যৌথভাবে কাজ করছি। সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/কালাম