সাশ্রয়ী মূল্য, ফিচার ও স্পেসিফিকেশনের জন্য আপনার সেরা সঙ্গী হতে পারে ইনফিনিক্স হট ১০ প্লে। আসুন তবে, কঠিন এ সময়ে আপনার সেরা সহচর হিসেবে অবাক করে দিতে বাজারে আসা ইনফিনিক্সের হট ১০ প্লে-এর অত্যাধুনিক ফিচারগুলো সম্পর্কে জেনে নেই।
এতে রয়েছে পাওয়ার ম্যারাথন টেকনোলজিসহ ৬০০০ এমএএইচের ব্যাটারি। ইনফিনিক্স হট ১০ প্লে’র বিশাল ব্যাটারি একবার চার্জ করে নিলে ৫৬ দিনের স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে। যা দিয়ে একনাগারে ১৫৫ ঘণ্টা গান শোনা, ৫৩ ঘণ্টা কথা বলা, ১৪ ঘণ্টা গেম খেলা, ১৭ ঘণ্টা ইন্টারনেট এবং ১৬ ঘণ্টা ফেসবুক ব্রাউজ করা যাবে। এমনকি ফোনটি ব্যবহার করতে গিয়ে ব্যাটারি সক্ষমতার ৫% এ পৌঁছে গেলে এতে থাকা আল্ট্রা পাওয়ার মোড অন করে অতিরিক্ত ১৯ ঘণ্টা ব্যাটারি লাইফের সুবিধা পাওয়া যাবে।
এছাড়াও ইনফিনিক্স হট ১০ প্লে ফোনটিতে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা সুবিধা রয়েছে যা খুব সহজে ও চোখের পলকে আনলক করা যাবে। এতে থাকা কানেক্টিভিটি ফিচারের মধ্যে রয়েছে ৪জি ভিওএলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫, জিপিএস এবং মাইক্রো-ইউএসবি পোর্ট সুবিধা।
গেমিংয়ের জন্য শক্তিশালী প্রসেসর প্রয়োজন হয় বলে হট ১০ প্লে-তে মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। যা ব্যবহারকারীদের আরো নিরবিচ্ছিন্ন ভিডিও প্লে এবং গেমিংয়ের অভিজ্ঞতা দিবে। সিগনেচার বাজেট-সেগমেন্ট স্মার্টফোন হিসেবে, ৪ গিগাবাইট র্যাম + ৬৪ জিবি রমের বিশাল মেমোরির কারণে ফোনটিতে ব্যবহারকারীরা আরও বেশি সিনেমা স্টোর করতে পারবেন, স্মুথ গেমিং এবং মুভি দেখা এবং গান শোনার অসাধারণ অভিজ্ঞতা পাবেন।
ক্যামেরার বিষয়ে বলতে গেলে প্রথমে ফোনটিতে থাকা ডেপথ সেন্সর ও এলইডি ফ্ল্যাশসহ সুবিধাসহ ১৩ মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা কথা বলতে হয়। এছাড়া সেলফি তোলার জন্য এতে ৮ এমপির এআই ফ্রন্ট শুটার ক্যামেরা আছে। ভিডিও রেকর্ডিংয়ে আপনি ১০৮০ পিক্সেল রেজ্যিলুশন পাবেন। ফোনটির প্রাইমারি ক্যামেরাতে ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস ফিচার আছে।
ইনফিনিক্স হট ১০ প্লে-তে ৬.৮২ ইঞ্চির বড় স্ক্রিন আছে। যাতে ব্যবহারকারীরা সিনেমাটিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন।
বিডি-প্রতিদিন/শফিক