দেশের ছোট ব্যবসায়ী এবং দোকানদারদের মাঝে ব্যাপক সাড়া ফেলা টালিখাতা অ্যাপ তাদের নতুন লোগো উন্মোচন করেছে। পাশাপাশি ব্যবসার হিসাব-নিকাশ রাখার দেশীয় এই অ্যাপটিতে বেশকিছু নতুন সুবিধাসহ টালিখাতা ৩.০ রিলিজ করা হয়েছে।
এ পর্যন্ত ৩৫ লাখেরও বেশি ডাউনলোড হওয়া অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড বা আপডেট করা যাবে। গত বছরে টালিখাতা ২.০ রিলিজ হওয়ার পর থেকেই ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অ্যাপটি বেশ জনপ্রিয় হয়ে উঠে।
উল্লেখ্য, টালিখাতা অ্যাপ প্রগতি সিস্টেমস লিমিটেডের একটি অন্যতম সেবা। টালিখাতা সম্পর্কে প্রগতি সিস্টেমস'র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, 'আমরা বাংলাদেশের সকল ব্যবসায়ীর কাছে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চাই। সারাদেশে এক কোটির অধিক ছোট ব্যবসায়ী আছেন। আমরা তাদের জন্য টালিখাতা নামে একটি বাংলা বিজনেস অ্যাপ তৈরি করেছি।”
তিনি আরও বলেন, 'এর মাধ্যমে সহজে ব্যবসার পুরো হিসাব রাখা যায়। এতে অনেক সময় বাঁচে এবং ঝামেলা কমে। আয়-ব্যয়ের হিসাব চোখের সামনে থাকে এবং ব্যবসা পরিচালনা সহজ হয়।'
মুদির দোকান থেকে শুরু করে, ফার্মেসি, ইলেকট্রনিক্সসহ বহু খুচরা ও পাইকারী ব্যবসায়ী এই অ্যাপটি তাদের দৈনন্দিন ব্যবসায়িক হিসাব রাখতে ব্যবহার করছেন। ব্যবসা সম্প্রসারণের জন্য ইতিমধ্যে টালিখাতা অ্যাপ ব্যবহারকারী শতাধিক ব্যবসায়ী স্বল্প সুদে ব্যাংক থেকে একটি পাইলট প্রকল্পের আওতায় লোনও পেয়েছেন।
এছাড়াও টালিখাতা ৩.০ অ্যাপে নতুন যেসব ফিচার যোগ হয়েছে তা হলো; বাকি আদায়ের জন্য যেকোনো সময় তাগাদা মেসেজ পাঠানো, নতুন কাস্টমার যোগ করলে এসএমএস পাঠানো, কাস্টমার লিস্ট ফিল্টার ইত্যাদি। আরও রয়েছে অটো লগ-আউট ফিচার যোগ করে অ্যাপ-এর ব্যবহার আরও নিরাপদ করা হয়েছে। পাশাপাশি আগের ভার্সনের বেশ কিছু ফিচার সমৃদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, টালিখাতা অ্যাপটি সম্পূর্ণ বাংলায় তৈরি। সহজ ‘দিলাম-পেলাম’ এন্ট্রির মাধ্যমে ব্যবসায়ীরা নগদ অথবা বাকিতে বেচাকেনা এবং খরচের হিসাব রাখছেন। অ্যাপটিতে অটোমেটিক হিসাব তৈরি হয় এবং আয়-ব্যয়ের রিপোর্ট দেখা যায়। বরাবরের মতোই টালিখাতা অ্যাপ সম্পূর্ণ ফ্রি এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির