অ্যামাজন প্রতিষ্ঠার ২৭ বছর পর প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেন জেফ বেজোস। অ্যামাজনের বর্তমান বাজারমূল্য ১.৮ ট্রিলিয়ন ডলার। বেজোসের আসনে বসবেন অ্যান্ডি জেসি। তিনি ১৯৯৭ সাল থেকে অ্যামাজনে আছেন। অ্যান্ডি আগে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগের প্রধান ছিলেন।
অ্যামাজনে নির্বাহীর পদ ছাড়লেও ই-কমার্স সংস্থাটির সবচেয়ে বড় শেয়ারের মালিকানাও থাকছে বেজোসের কাছে। কিন্তু সিইও পদ ছাড়ার পর অ্যামাজনের নীতি সংক্রান্ত বিষয়ে তার ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয়।
জেফ বেজোস ইতিমধ্যে মহাকাশে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলেছেন। নিজের বন্ধু এবং ভাই মার্কের সঙ্গে মহাকাশে ‘জয় রাইড’ করতে যাবেন। মহাকাশে পর্যটন এবং অবকাঠামো গড়ে তোলার জন্য নিজের সংস্থা ‘ব্লু অরিজিনে’ কোটি কোটি ডলার বিনিয়োগ করেছেন। সেই সংস্থার প্রথম মানুষবাহী মহাকাশযান রওনা দেবে আগামী ২০ জুলাই। শুধু মহাকাশযাত্রা নয়, বিভিন্ন প্রযুক্তিমূলক, সামাজিক কাজেও যুক্ত থাকবেন বেজোস। সাম্প্রতিক একটি পোস্টে তাকে একটি ইলেকট্রিক পিকআপ ট্রাকের চালকের জায়গায় দেখা গিয়েছে। যে ট্রাক তৈরি করেছে অ্যামাজনের তরফে আর্থিক সাহায্য পাওয়া স্টার্ট-আপ রিভিয়ান।
বিডি প্রতিদিন/ফারজানা