প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো সম্প্রতি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে স্মার্ট লার্নিং সলিউশন ‘লেনোভো এওয়্যার’। আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই এবং আইডিয়াপ্যাড স্লিম ফাইভ আই ল্যাপটপে থাকছে যুগোপযোগী এই সফটওয়্যারটি। মহামারী চলাকালীন বিভিন্ন ডিজিটাল জটিলতার সম্মুখীন হয়েছি আমরা, বিশেষ করে শিক্ষার্থীরা। সেই জটিলতা সামলাতে একটি সর্বোপরি শিক্ষাব্যবস্থা বাস্তবায়নই ‘লেনোভো এওয়্যার’-এর লক্ষ্য।
মহামারী চলাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অনলাইন শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষাখাত অনেকাংশেই ভারসাম্যহীন হয়ে পড়েছে। অনলাইন শিক্ষার কার্যকারিতা নিয়ে সন্দেহ, শিক্ষার্থীদের নিয়মিত পর্যবেক্ষন এবং ল্যাপটপের সার্বিক ব্যবহার বৃদ্ধি ফলে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন অতিরিক্ত সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, দেহভঙ্গি ঠিক না থাকা, একটানা একই ভঙ্গিতে থাকা, কুঁজো হয়ে বসা ইত্যাদি। ‘লেনোভো এওয়্যার’ এসব সমস্যার সমাধানসরূপ ল্যাপটপে একটি বিশেষ ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীর দেহভঙ্গি এবং চোখের দূরত্ব চিহ্নিত করতে সক্ষম।
সফটওয়্যারটি ব্যবহারকারীকে কিছু সময়ের জন্য বিরতি নেয়ার বিষয়ে মনে করিয়ে দেয় (ব্রেক রিমাইন্ডার), দেহভঙ্গি ঠিক করতে বা সোজা হয়ে বসতে সতর্ক করে (পশচার রিমাইন্ডার), স্ক্রিন থেকে চোখ সরিয়ে চোখের বিশ্রামের বিষয়ে মনে করিয়ে দেয় (ডিসটেন্স রিমাইন্ডার) এবং পপ-আপ নোটিফিকেশন ও অডিও অ্যালার্টের মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগী হতে সংকেত দেয় (অ্যাটেনশন ফাংশন)। লেনোভো ইন্ডিয়া’র বৈদেশিক বিক্রয় প্রধান নাভীন কেজরিওয়াল বলেন, উন্নত প্রযুক্তি, উদ্ভাবনী হার্ডওয়্যার ও সফটওয়্যার সলিউশনের মাধ্যমে শিক্ষাব্যবসস্থা নিশ্চিতে লেনোভো প্রতিজ্ঞাবদ্ধ।
চলমান মহামারী ফলে প্রগতিশীল ও সর্বোপরি শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। সেই সমস্যার সমাধান হিসেবে ‘লেনোভো এওয়্যার’ সফটওয়্যারের যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করা ও অনুপ্রেরণা জোগানো এবং অভিভাবকদের নিশ্চিন্ত করা এই সফটওয়্যারের প্রধান লক্ষ্য। সন্তানদের অনলাইন ক্লাসের আনুষাঙ্গিক সকল বিষয়ে খেয়াল রাখতে এই সফটওয়্যারটি অভিভাবকদের সাহায্য করবে।
‘লেনোভো এওয়্যার’-এর বৈচিত্রময় সেটিং অপশনে শিক্ষার্থী সহ সকল ব্যবহারকারীদের জন্য রয়েছে বিভিন্ন স্ট্রিক্টনেস সেটিংস, রিমাইন্ডার সেটিংস, থ্রেশহোল্ড ইত্যাদি। এছাড়া ‘স্কোর সিস্টেম’ অপশনটি শিক্ষার্থী ও অভিভাবকদের ভীষণ কাজে লাগে।
বিডি-প্রতিদিন/শফিক