বিশ্বজুড়ে ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার'র (ওসিআই) উপর সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এবং সার্টিফিকেট প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে ওরাকল। নতুন এ কর্মসূচীতে সবরকম দক্ষতার স্তর এবং বিভিন্ন আইটি পেশার জন্য ওরাকলের বিশেষজ্ঞ কর্তৃক প্রণোদিত ওসিআই কারিকুলাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীরা ১৩টি ভাষায় প্রয়োজন অনুসারে ওসিআই এর সকল কোর্স ডিজিটালি সম্পন্ন করতে পারবেন। এছাড়াও ওরাকল অটোনোম্যাস ডাটাবেজসহ আরো ১০টি কোর্স নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে সম্পন্ন করার সুযোগ দিচ্ছে ওরাকল।
প্রতিষ্ঠানগুলো তাদের জটিল সব কার্যক্রম পরিচালনা করার জন্য প্রতিনিয়ত ওসিআই’কে বেছে নিচ্ছে, কারন এটি দ্রুততার সাথে যেকোনো ধরনের কাজের চাপ নিতে পারে, এর পরিচালনা ব্যয় কম এবং এটি বিশ্বব্যাপী বিস্তৃত নিরাপদ প্লাটফর্ম হিসাবে স্বীকৃত।
যেহেতু ওসিআই এর ব্যবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই ওরাকল গ্রাহকদের সহায়তা প্রদান করে এমন প্রোগ্রামগুলিতে বিনিয়োগ বৃদ্ধি করেছে। সেই সাথে ওরাকল ক্লাউড থেকে সর্বাধিক সুবিধা পেতে সহায়তা করার জন্য প্রাসঙ্গিক এবং হাতে-কলমে দক্ষতা প্রশিক্ষণের ব্যাপ্তি বাড়াচ্ছে।
ওরাকলের বিনামূল্যে এ প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন কর্মসূচী আইটি খাতে দক্ষ পেশাদার কর্মী বাড়াতে সাহায্য করবে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ পেশাদারদের নিয়োগ ও উন্নয়ন আরো সহজ হবে, যা প্রতিষ্ঠানগুলোর দ্রুত বৃদ্ধি এবং উদ্ভাবনের জন্য সহায়ক।
ওরাকল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যামিয়েন ক্যারি বলেন, ক্রমবর্ধমান ক্লাউড প্রযুক্তির উপর বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ওরাকল এ শিল্পে কর্মীদের সফল ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরিতে সহায়তা করছে এবং আমাদের গ্রাহকদের জন্য ওরাকল ক্লাউড বিনিয়োগের সর্বাধিক ব্যবহার সহজ করে দিয়েছে।
ওরাকলের এই নতুন কর্মসূচীতে অন্তর্ভুক্ত থাকছে-
১। বিভিন্ন পেশা ও লেভেলের জন্য ১৩ টি ভাষায় সম্পূর্ণ ডিজিটাল ওসিআই প্রশিক্ষণ
২। ওরাকল ক্লাউড ফ্রি টিয়ারের মাধ্যমে লাইভ এনভাইরনমেন্টে ব্যবহারিক দক্ষতা অর্জন
৩। প্রস্তুতি কোর্স থেকে শুরু করে প্র্যাকটিস এক্সাম এবং ক্রেডেনশিয়ালিংসহ একটি স্বয়ংসম্পূর্ণ সার্টিফিকেশন অভিজ্ঞতা।
৪। ওরাকলের বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে লাইভ সেশন ও ব্যক্তিগত দিক-নির্দেশনা
৫। নতুন চাকুরী সন্ধানীদের জন্য পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা উপকরণ
এই প্রশিক্ষণ কর্মসূচী সম্পর্কে বিস্তারিত জানা যাবে OCI free training and certification page সাইটে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির