হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ মূলত খুদে বার্তা বিনিময়ের মাধ্যম। কিন্তু অনেক সময় এমন ব্যস্ততা থাকে যে বার্তা টাইপ করা বা ভয়েস রেকর্ড করে পাঠানোর সময়টুকু পর্যন্ত থাকে না। তাড়াহুড়ার সময় এমন অনেক দরকারি মেসেজ চলে আসে যে, চাইলেও আপনি ভয়েস মেসেজ পাঠাতে পারেন না। আবার লেখার মতো সময় নেই। কিন্তু আপনার মেসেজই যদি কেউ টাইপ করে দেয় তাহলে কেমন হবে?
আপনার মূল্যবান কাজটি করে দিতে পারে গুগল অ্যাসিস্ট্যান্ট। অ্যান্ড্রয়েড ও আইফোন দুই ক্ষেত্রেই পাওয়া যায় এই সুবিধা। এ জন্য আপনি নিজে শুধু মুখে মেসেজটি বলে দেবেন। আর তাই শুনে মেসেজটি লিখে পাঠিয়ে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট।
কিন্তু মেসেজটি ঠিক লেখা হলো কি না, সেটা বুঝবেন কীভাবে? সেটা বোঝার উপয়টিও সহজই। গুগল অ্যাসিস্ট্যান্টকেই বলুন লেখা হয়ে গেলে সেটা পড়ে শোনাতে। তারপর আপনি বিষয়টি ‘ওকে’ করলে, তবেই মেসেজ চলে যাবে।
যেভাবে পাঠাতে হবে মেসেজ
এ জন্য প্রথমে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলে বলুন, ‘হাই গুগল, সেন্ড আ হোয়াটসঅ্যাপ মেসেজ টু’ বলে সেই ব্যক্তির নাম বলুন। গুগল অ্যাসিস্ট্যান্ট এবার জানতে চাইবে মেসেজে কী লিখতে হবে। তখন আপনি তাকে পুরোটা বলুন। গুগল অ্যাসিস্ট্যান্ট সেটা টাইপ করে নেবে। টাইপ হয়ে গেলে গুগল অ্যাসিস্ট্যান্ট মেসেজটি দেখাবে। মেসেজে কোনো সমস্যা না থাকলে আপনাকে বলতে হবে ‘ওকে সেন্ড ইট’। তখন নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবে মেসেজটি।
বিডি প্রতিদিন/হিমেল