যুক্তরাষ্ট্রের সেরা পডকাস্ট প্লাটফর্মের দাবিদার স্পটিফাই। সম্প্রতি ৯টু৫ম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, তৃতীয় প্রান্তিকে আয় ও বিভিন্ন অভ্যন্তরীণ মেট্রিক্সে চাঙ্গা অবস্থানে রয়েছে স্পটিফাই। পডকাস্ট প্রোভাইডার হিসেবে অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার দাবি সুইডেনভিত্তিক স্ট্রিমিং জায়ান্টটির। তবে তাদের দাবির সঙ্গে সংগতি রেখে কী পরিমাণ ডাউনলোড হয়েছে সে তথ্য প্রকাশ করেনি তারা।
ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্ম এডিসন রিসার্চ বলছে, তারা কয়েক সপ্তাহে আট হাজার পডকাস্ট শ্রোতার ওপর গবেষণা চালিয়েছে। তাদের উপাত্তে দেখা গেছে, ২৪ শতাংশ শ্রোতা স্পটিফাই শুনেছে। অ্যাপলের পডকাস্ট শুনেছে ২১ শতাংশ। শীর্ষ তিনে থাকা অপর প্লাটফর্ম হচ্ছে ইউটিউব, যার পডকাস্ট শ্রোতা ছিল ১৮ শতাংশ।
স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল সম্প্রতি জানান, তিন বছর আগে আমাদের পডকাস্টের যাত্রা হয়। তখন আমাদের ক্যাটালগে ছিল ১ লাখ ৮৫ হাজার পডকাস্ট। এ শিল্পের শীর্ষ প্লাটফর্মের ধারেকাছেও ছিলাম না আমরা। বর্তমানে আমাদের প্লাটফর্মে ৩২ লাখ পডকাস্ট রয়েছে। এ খাতে আমাদের প্রবৃদ্ধি ১ হাজার ৫০০ শতাংশ।
সূত্র: টেক টাইমস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ