ভারতে আরও ২২ লাখ ৯ হাজার ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। গত সোমবার এ তথ্য জানানো হয়েছে। গত মাসে এ সংখ্যা ছিল ৩০ লাখ।
২০২১ সালের ২৬ মে থেকে কার্যকর হওয়া ভারতের তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে, ৫০ লাখের বেশি গ্রাহক রয়েছে এমন অ্যাপ বা অন্য কোনও প্লাটফর্মকে মাসিক রিপোর্ট প্রকাশ করতে হবে। সেই আইন মেনেই তথ্য প্রকাশ করেছে মেটা (ফেসবুকের পরিবর্তিত নাম) মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সেপ্টেম্বরে তাদের কাছে মোট ৫৬০টি অভিযোগ জমা পড়ে। আগস্টে জমা পড়েছিল ৪২০টি অভিযোগ। সে সবের ভিত্তিতেই অ্যাকাউন্ট বন্ধের পদক্ষেপ নেওয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা