চীনের পাঁচ শিক্ষার্থী আইফোন কিনে ‘হতাশ’ হয়ে মামলা করেছেন অ্যাপলের বিরুদ্ধে। জানা গেছে, আইফোন ১২-এর সঙ্গে চার্জার না দেওয়ায় তারা বেইজিং ইন্টারনেট আদালতে এ মামলা করেন। তাদের অভিযোগ, মুনাফা বাড়ানোর জন্যই অ্যাপল নাকি ফোনের সাথে চার্জার দেয়নি। যদিও অ্যাপলের প্রতিনিধি বলেছেন ভিন্ন কথা।
সাংহাই ল জার্নাল জানিয়েছে, চীনা শিক্ষার্থী সিয়াওফাং ও তার সহপাঠীরা আইফোন ১২ প্রো ম্যাক্সের সঙ্গে চার্জার না পেয়ে বেশ হতাশ হন ও মামলা করেন। তাদের দাবি, ফোনের বাক্সে যে কেব্ল দেওয়া হয়েছে, তা ইউএসবি-সি থেকে লাইটনিং কেব্ল। আগের মডেলের আইফোনগুলোর সঙ্গে যে চার্জার দেওয়া হতো, নতুন কেব্লটি সেগুলোর উপযুক্ত নয়।
এর অর্থ, গ্রাহকেরা আগের চার্জার ব্যবহার করতে পারবেন না, বরং নতুন করে ইউএসবি-সির উপযুক্ত কিংবা তারহীন প্রযুক্তির চার্জার কিনতে হবে। এ ঘটনা নিয়ে দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, মামলায় ওই চীনা শিক্ষার্থীরা একটি চার্জার এবং মাত্র ১৬ ডলার চেয়েছে। চুক্তি ভঙ্গ এবং মামলার ব্যয় নির্বাহের জন্য ওই অর্থ চাওয়া হয়।
এদিকে, আইফোন ১২-এর মোড়কে পরিষ্কার করে বলা হয়েছে ভেতরে কোনো চার্জার নেই। এছাড়া গেল বছর থেকেই নতুন আইফোনের সঙ্গে ইয়ারপডস এবং চার্জার দেওয়া বন্ধ রয়েছে। এর বদলে বক্সে শুধুমাত্র একটি লাইটনিং থেকে ইউএসবি টাইপ-সি কেব্ল দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দাবি, চার্জার এবং ইয়ারপডস না দিলে কার্বন নিঃসরণ ও কাঁচামালের ব্যয় কমবে। সূত্র : দ্য ভার্জ।
বিডি-প্রতিদিন/শফিক