রংপুর নগরীর অধিকাংশ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গর্ত হয়ে গেছে রাস্তায়। এসব রাস্তায় চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে মানুষ।
সরেজমিন দেখা যায়, নগরীর সবচেয়ে ব্যস্ত সড়ক জিএল রায় রোড। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করার কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে জাহাজ কোম্পানির মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটি। রাস্তার অধিকাংশ স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়তই যানবাহন চালক, যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু জিএল রায় রোড নয় নগরীর অধিকাংশ সড়কের বেহাল দশা। সিটি করপোরেশন বলছে, বরাদ্দ না পাওয়ায় গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।
এ সড়কের কামালকাছনা কাঁচাবাজার, শাহিপাড়া মোড়, গুঞ্জন মোড়, তিন মাথাসহ শতাধিক স্থানে এবড়োথেবড়ো গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সেখানে হাঁটু পরিমাণ কাদাপানি জমে দুর্ভোগের আশঙ্কা করছে এলাকাবাসী। এছাড়া বাংলাদেশ ব্যাংক মোড় থেকে বুড়িহাট যাওয়ার পথে বেশ কয়েকটি স্থানে খানাখন্দের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া স্টেশন সড়কের বেহাল দশা। এসব জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ ছাড়া পাড়া-মহল্লার অধিকাংশ রাস্তার অবস্থা নাজুক। যানবাহন চালকদের অভিযোগ- ভোর থেকে গভীর রাত পর্যন্ত জিএল রায় রোড দিয়ে লাগাতার যান চলাচল করে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতদিন হয়ে গেল কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, সড়ক সংস্কারে বরাদ্দ অপ্রতুল থাকায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না। তিনি আশা করেন বরাদ্দ এলে দ্রুত রাস্তাগুলো সংস্কার করা হবে।