দিনাজপুরের অতি প্রাচীন সরকার পুকুরসহ আশপাশের এলাকা এখন অতিথি পাখির কোলাহল-কলরবে মুখরিত। প্রকৃতির ছায়ায় নির্জন-নিরিবিলি সরকার পুকুরে রীতিমতো মেলা বসেছে পাখিদের।
পুকুরের সামনে গেলেই চোখে পড়ছে কোনো পাখি মাছ ধরছে তো কোনোটি উড়ছে আবার অন্যটি সাঁতার কাটছে। সুদূর সাইবেরিয়া থেকে আসা হাজারো পাখির সমাগম দেখা গেছে পুকুরটিতে। পরিবেশবান্ধব পাখিদের কলকাকলিতে এলাকার প্রকৃতি যেন ভিন্ন রূপ পেয়েছে।
সাদা বক, বালিয়া, পানকৌড়ি, ঘুঘু, সারস ও রাতচোরা পাখির নিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে সদর উপজেলার শশরা ইউনিয়নের সরকার পুকুর এলাকা। এখানকার বিভিন্ন পুকুর, ডোবায় দেখা যায় এদের বিচরণ। আম, নিম, বাঁশঝাড়সহ বিভিন্ন গাছের ডালে বাসা বেঁধেছে রাতচোরা, সাদা বক, পানকৌড়িরা।
পাখিপ্রেমী আলী আকবরসহ স্থানীয় কয়েকজন জানান, সরকার পুকুর এলাকাটি নির্জন। শীতের শেষে দেশি ও বিদেশি পাখির আগমন ঘটেছে। বছরে পাঁচ মাস এদের দেখা যায়। এখানকার গাছ, বাঁশঝাড় পাখিদের আবাসস্থলে পরিণত হয়েছে। প্রচলিত আছে, সরকার পুকুরের পানি শুকায় না।
বিডি প্রতিদিন/এমআই