বান্দরবানের মেঘলায় অবস্থিত জনপ্রিয় ‘মিনি চিড়িয়াখানা’ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা এসেছে। বুধবার ১৬ এপ্রিল বিকেলে চিড়িয়াখানা বন্ধের রায় দেন বান্দরবানের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিজ্ঞ বিচারক এএসএম এমরান।
রায়ে বলা হয়, মেঘলা পর্যটন স্পটের ‘মিনি চিড়িয়াখানায় সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ১৬টি হরিণ, ৬টি বানর, ১টি বনবিড়াল ও ২টি ভালুককে খাঁচায় আটকে প্রদর্শন করা হচ্ছিলো। বন্যপ্রাণীগুলোকে অতিদ্রুত চট্টগ্রামের ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।
বান্দরবানের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান বেগম জানান, রায়ের পরপরই বুধবার দুটি ভালুককে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। বাকি বন্যপ্রাণীদেরকেও জলদি হস্তান্তর করা হবে।
তিনি জানান, সরেজমিন তদন্তে দেখা গেছে এই মিনি চিড়িয়াখানাটির বৈধ অনুমোদন নেই। প্রাণীগুলোকে অন্ধকার ও সংকীর্ণ খাঁচায় রাখা হচ্ছিলো। যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ (সংশোধিত ২০১৭) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার মো. জুলকারনাইন জানান, ২টি ভালুকের মধ্যে একটি পা ফাঙ্গাস সংক্রমণে মারাত্মকভাবে ফুলে গেছে। সময়মত চিকিৎসা না পেলে প্রাণীটি মারা যেতে পারে।
সম্প্রীতি মিনি চিড়িয়াখানার একটি ভালুক গুরুতর আহত ও সংক্রমিত অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ অধিদপ্তর এ ব্যবস্থা গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ