মুন্সীগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও কেট কাটা হয়েছে।
শনিবার ইফতার মাহফিলের পরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের শফী উদ্দীন আহমেদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেট কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই আব্দুল মাতিন। আরও বক্তব্য রাখেন সদর থানা উপজেলা বিএনপির সেক্রেটারি সাইদুর রহমান, শহর যুবদলের সভাপতি মজিবুর রহমান দেওয়ান ও সাবেক ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান বিপ্লব।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন। সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি গুলজার হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাবেক সভাপতি শহিদী হাসান তুহিন, কাজী সাব্বির আহমেদ দিপু, আমার দেশ পত্রিকার মাহবুবুর রহমান, দৈনিক নয়া দিগন্তের আব্দুস সালাম, মামুনুর রশিদ খোকা, এনটিভির স্টাফ রিপোর্টার মইনুদ্দিন সুমন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরাফাত রায়হান সাকিবসহ অন্যান্য সাংবাদিকরা।
সবশেষে কেক কেটে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।