রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যাত্রা শুরু করলো কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং। সোমবার সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়।
এ বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী।
চলতি ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিভাগটিতে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা