জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আবদুর রহমান, মহিলা কলেজের শিক্ষার্থী কানিজ সুলতানা, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন, সিটি কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ইকবাল কায়সার প্রমুখ।
বক্তব্যে তাঁরা বলেন, সিলেবাস শেষ করার আগেই ২০ জানুয়ারি থেকে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাই এই পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন