‘ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি/ প্রীতিতে স্মৃতি অটুট রাখি’ এই স্লোগানে ৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী। আজ বিকালে বিভাগের সেমিনার রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বিভাগের চেয়ারম্যান ও এ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক বশির আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এ বছর বিভাগের পক্ষ থেকে ৮ জন ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হবে। এরা হলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আজিজুল হক (মরণোত্তর), অধ্যাপক ড. গোলাম কবির (মরণোত্তর), অধ্যাপক ড. গোলাম হোসেন (মরণোত্তর), বিভাগের প্রথম অফিস পিয়ন তমিজ উদ্দিন (মরণোত্তর) বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম সলিমুল্লাহ, ড. দিলারা চৌধুরী এবং ড. জোহরা খাতুন।
পুনর্মিলনীতে অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে আনন্দ র্যালি,স্মৃতিচারণ, বৃক্ষ রোপণ ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচসহ বিনোদনমূলক আরো খেলাধুলা, পিঠা উৎসব। সন্ধ্যায় মুক্তমঞ্চে আয়োজন করা হবে সাংস্কৃতিক সন্ধ্যা ও বর্ণিল কনসার্টের।
উপাচার্য ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ