দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে আজ রবিবার টাঙ্গাইল মেডিকেল কলেজের ১ম বর্ষপূর্তি ও ২য় ব্যাচের নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল জেলা স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি ডা. জয়নুল আবেদীন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. নুর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল মেডিকেল কলেজের ১ম ব্যাচের শিক্ষার্থীরা ২য় ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ