বৈষম্যমূলক ৮ম জাতীয় বেতন স্কেলে মর্যাদা অবনমোনের প্রতিবাদ ও স্বতন্ত্র বেতন কাঠামোসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার থেকে এই কর্মসূচি পালন করবেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এ সময় কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবেই পূর্ণকর্মবিরতির সিদ্বান্ত নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা