অষ্টম জাতীয় পে-স্কেলে মর্যাদাহানির অভিযোগ এনে বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকবৃন্দ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আল্টিমেটাম শেষে সোমবার থেকে লাগাতার এ কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।
জানা যায়, রাবিতে ১ থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত শীতকালীন ছুটি চলছে। এসময় সব বিভাগে ক্লাশ বন্ধ রয়েছে। তবে ৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ খোলা থাকায় কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কর্মবিরতির কারণে সোমবার রাবিতে কোন পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। বন্ধ রয়েছে বিভিন্ন বিভাগে চালু থাকা সান্ধ্যকালীন কোর্সের কার্যক্রম। তবে প্রশাসনিক জরুরি কার্যক্রম এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া কর্মবিরতির আওতামুক্ত আছে।
রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, কর্মবিরতি চলাকালে আমরা ক্লাশ-পরীক্ষা দুটোই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী রাবিতেও কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে কর্মবিরতির কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) কোন বিভাগে ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তারিফ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষক সমিতির কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। রুয়েটে সব ধরণের ক্লাশ-পরীক্ষা বন্ধ আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৬/ রশিদা