শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের(২৪তম ব্যাচ) শিক্ষার্থীদের তিনদিনব্যাপী ‘ইন্ট্রো’ (এক বছর থেকে আরেক বছরে পদার্পণ অনুষ্ঠান) শুরু হচ্ছে বৃহস্পতিবার। আগামীকাল প্রথম দিনে কেক কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন শাবি ড. মো. আমিনুল হক ভ্ইূয়া।
এছাড়া অনুষ্ঠানের মধ্যে থাকছে টিশার্ট উন্মোচন, র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইকেল র্যালী, ‘ক্রীড়া প্রতিযোগীতা’, ব্যান্ডদল Ashes, Arbovirus, বিশ্ববিদ্যালয়ের RIM, Nongar, RDDHA ব্রান্ডের কনসার্ট, ম্যাগাজিন ‘ঋদ্ধ’র মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণী ও সন্ধ্যায় ডিজেপার্টি’। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার: বাংলাদেশ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব