অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রকাশিত গেজেটে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন, অর্থমন্ত্রীপ্রদত্ত প্রতিশ্রুতি পালন এবং অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে তৃতীয় দিনের মত অচল রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বন্ধ ছিল সকল বিভাগের ক্লাস-পরীক্ষা। তবে শিক্ষকদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারিদের অফিসের বাইরে অলস সময় কাটাতে দেখা দেছে।
চার দফা দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লাগাতার কর্মবিরতির তৃতীয় দিন পালন করেছে ইবি শিক্ষকরা। কর্মবিরতির দ্বিতীয় দিনে কোনো ক্লাস পরীক্ষা না হওয়ায় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। ক্যাম্পাসের একাডেমিক ক্লাস রুমগুলো ছিল তালাবদ্ধ। টানা তিন দিনের কর্মবিরতিতে প্রায় ২০টি চূড়ান্ত পরীক্ষা বাতিল হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে।
এদিকে, শিক্ষকদের লাগাতর কর্মবিরতিতে সেশনজটের আশংকা করছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাই শিক্ষকদের যৌক্তিক দাবি মেতে নিতে সরকারের কাছে আহবান জানান তারা।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ