জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স সম্মান প্রথম সেমিস্টারে 'ডি' ইউনিটের বিষয়ভিত্তিক পঞ্চম মনোনয়ন ও চতুর্থ মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
'ডি' ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ২১১ থেকে ২৮২ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ২৬৮ থেকে ২৭৭ পর্যন্ত, বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১২২ থেকে ১২৩ পর্যন্ত এবং ৯ থেকে ১৮ পর্যন্ত (অপেক্ষমাণ মেধা তালিকা) মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা পঞ্চম মেধা তালিকায় মনোনীত হয়েছেন।
মনোনীতদের আজ ১৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। উক্ত তারিখের মধ্যে বিভাগে যোগাযোগ করতে হবে। মনোনয়ন ও মাইগ্রেশন তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ